Sunday, November 4, 2012

চলে যাও অনেক দূরে

আমায় ডেকোনা -
আমি দুঃখ বিলাসী নই ।
থরথর করে বুকের ভেতরে  কেপে ওঠা  ব্যাথা 
আমার নয় ।
আমার স্মৃতি বলতে তোমার সেই হলদে ছবি । 

রাত্রি যখন ঘনায় টিকটিকি রাজার গলায় 
হাসির হাহাকারে ভরে যাওয়া সব কিশোর জীবন 
চোখে শুধু ভাসে ।
দেখেছি শুধু ধ্বংসস্তূপ ;
প্রাণ দেখিনি । 

যাও চলে বহু দূরে  :
কিংবা 
ভুলিয়ে দাও এই বেদনা 
মুছিয়ে দাও পৃথিবীর চোখের জল 
তুলে ধরো ভাঙ্গা নৌকোর পাল ;
বাঁচাও  ।

তুমি নেই ।
কোনদিন ছিলে কিনা তাও জানিনা ।

[+/-] Show Full Post...